চিন্নাস্বামীতে কার্টারম্যান মুস্তাফিজ-টাইগারদের অাজ অস্ট্রেলিয়াকে হারানোর লড়াই
এস রহমান : রানের স্বর্গ চিন্নাস্বামীতে আজ খেলবেন বিশ্ব ক্রিকেটের আতংক কার্টারম্যান মুস্তাফিজ। টাইগারদের অাজ অস্ট্রেলিয়াকে হারানোর প্রত্যয় হবে তাসকিন সানির প্রতি অপমানের প্রতিশোধের লড়াই। তবে আজ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টিকে থাকার ‘যুদ্ধ’ও বটে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সুপার টেন পর্বে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচ সামনে রেখে গতকাল চিন্নাস্বামী স্টেডিয়াম সংলগ্ন একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করেছে দুই দলই।
চলতি বিশ্বকাপে সুপার টেন পর্বে দুই দেশেরই এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের কাছে এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কাছে হেরেছে। আজ যারা হারবে তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ফিকে হয়ে যাবে। দু’দলের জন্যই আজকের ম্যাচটি তাই ‘ডু অর ডাই’ ম্যাচ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে বড় ধরনের বিপর্যয়ের শিকার হয়েছে বাংলাদেশ টিম। আইসিসির বিতর্কিত সিদ্ধান্তে পেস বোলার তাসকিন আহমেদকে বিদায় নিতে হয়েছে বিশ্বকাপসহ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার শুভাগত হোম ও বাম হাতি স্পিনার সাকলায়েন সজীব। গতকাল রবিবার সকালে তারা বেঙ্গালুরুতে এসে পৌঁছেছেন। এরপর হোটেলে নিজেদের মালপত্রগুলো রেখেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে ছুটে গিয়েছেন চিন্নাস্বামী স্টেডিয়াম সংলগ্ন একাডেমি গ্রাউন্ডে।
দীর্ঘ বিমান ভ্রমণে ক্লান্ত থাকায় শুভাগত-সাকলায়েনরা আজ খেলবেন কিনা, তা নিশ্চিত নয়। তবে দলের জন্য সুসংবাদ রয়েছে। পেস বোলার মুস্তাফিজ ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন। তাসকিন ও সানি দলে না থাকায় আজ মুস্তাফিজের খেলাটা প্রায় নিশ্চিতই বলা যায়। এছাড়া কোনো বিকল্পও নেই দলের সামনে। তবে ইনজুরি থেকে সেরে ওঠা একজন খেলোয়াড় এতো কম সময়ের ব্যবধানে নিজের স্বাভাবিক নৈপুণ্য দেখাতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অধিনায়ক মাশরাফি নিজেই।
বাংলাদেশের ব্যাটিং নিয়ে দুর্ভাবনায় রয়েছেন দলের প্রধান কোচ হাতুরুসিংহে। সাকিব, মুশফিকসহ কয়েকজন সিনিয়র ব্যাটসম্যান তাদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। তবে সাকিব পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে অপরাজিত ৫০ রানের ‘কামব্যাক’ ইনিংস খেলেছেন। এছাড়া গত টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুশফিকুরের ৪৭ রানের একটি ইনিংস রয়েছে। তিনি আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো কিছু করে ফর্মে ফিরে আসার ইঙ্গিত দেবেন বলেই সকলের আশা।
গত সেপ্টেম্বরে বেঙ্গালুরু সফরে এসে চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল। ওই অভিজ্ঞতা দলের কাজে লাগবে বলে কোচ হাতুরুসিংহে মনে করেন। ওই দলের সাব্বির, নাসির, সৌম্য সরকার, আল আমীনরা বর্তমান দলটিতেও রয়েছেন। ওই সফরে চারদিনের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সাব্বির।
অতীত সাফল্যের বিচারে সব ধরনের ক্রিকেটেই অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে এগিয়ে। তবে টি টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিককালে অস্ট্রেলিয়ার চেয়ে ভালো সময় যাচ্ছে বাংলাদেশেরই। বাংলাদেশ তাদের গত ৫টি ম্যাচের মধ্যে জিতেছে তিনটিতে আর অস্ট্রেলিয়া জিতেছে দু’টিতে।
কাকতালীয়ভাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন শুরু হয়েছে ধর্মশালায়। নিউজিল্যান্ডের কাছে হেরে ধর্মশালা থেকে সরাসরি বেঙ্গালুরুতে উড়ে এসেছে অজিরা। আর ধর্মশালায় প্রাথমিক পর্বের তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ গিয়েছিল কলকাতায়। সেখানে ইডেন গার্ডেনসে পাকিস্তানের সাথে সুপার টেনের প্রথম ম্যাচে হেরে বেঙ্গালুরুতে এসেছে।
চিন্নাস্বামী স্টেডিয়ামকে ব্যাটসম্যানদের স্বর্গ বলা হয়ে থাকে। যদিও এই মাঠে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ হয়েছে মাত্র দু’টি। ২০১২ সালে প্রথম ম্যাচটিতে পাকিস্তান ভারতকে পরাজিত করে। গতকাল দ্বিতীয় ম্যাচটি হয়েছে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। আইপিএলে এই মাঠে ক্রিস গেইলের ১৭৫ রান ও ম্যাককালামের ১৫৮ রানের দু’টি স্মরণীয় ইনিংস রয়েছে। আজও এখানে ব্যাটসম্যানরাই জ্বলে উঠবেন বলেই আশা করা যায়।