• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

চিত্রনায়িকা রানী ও দিতিকে প্রধানমন্ত্রীর ভালবাসা-অর্থ সহায়তা


প্রকাশিত: ১:৪৪ এএম, ১১ জানুয়ারী ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১২২ বার

deti son-www.jatirkhantha.com.bdবিনোদন প্রতিবেদক :  বাংলা চলচ্চিত্রের একসময়ের প্রখ্যাত অভিনেত্রী রানী সরকার ও জনপ্রিয় নায়িকা পারভীন সুলতানা দিতির চিকিৎসার জন্য মোট সাড়ে ১৫ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতে রানী সরকার ও দিতির দুই সন্তান লামিয়া চৌধুরী ও সাফায়েত চৌধুরীর হাতে অর্থ সহায়তার চেক তুলে দেন শেখ হাসিনা। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রানী সরকারকে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার চেক ও নগদ ৫০ হাজার টাকা এবং দিতির জন্য ১০ লাখ টাকার চেক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এর আগে অসুস্থ রানী সরকারকে ২০ লাখ টাকার অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী। রোববার তাকে আরও পাঁচ লাখ টাকার চেক দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানীর সঙ্গে কুশলবিনিময় করেন এবং তার খোঁজখবর নেন। একপর্যায়ে আবেগাপ্লুত রানী কান্না শুরু করলে প্রধানমন্ত্রী তাকে আলিঙ্গন করেন এবং সান্ত্বনা দেন।

এ সময় রানী সরকারের অসুস্থতা ও দুর্ভোগের কথা শুনে প্রধানমন্ত্রী তার হাতে নগদ আরও ৫০ হাজার টাকা তুলে দেন।
এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাই সিনেমার আশির দশকের জনপ্রিয় নায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে সাফায়েত চৌধুরীর হাতে তাদের মায়ের চিকিৎসা সহায়তার জন্য ১০ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় তিনি দিতির শারীরিক অবস্থার খোঁজ নেন।

গত শুক্রবার ভারতের চেন্নাই থেকে দেশে ফিরিয়ে আনা হয় দিতিকে। সংকটাপন্ন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন দিতি।