• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

চিত্রনায়িকা মাহির পিছটান-জামিন পেলেন কথিত স্বামী শাওন


প্রকাশিত: ৩:৩৯ পিএম, ১৬ জুন ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৩ বার

কোর্ট রিপোর্টার   :   চিত্রনায়িকা মাহিয়া মাহির কথিত স্বামী শাহরিয়ার ইসলাম শাওনকে জামিন 2দিয়েছেন আদালত।শাওনের জমা দেওয়া কথিত বিয়ের কাবিননামা এবং উপস্থাপিত তথ্যে সন্তুষ্ট হয়ে এক লাখ টাকা বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বিচারক কে এম শামসুল আলম।

এখন এই জামিননামা কারাগারে পৌঁছালে শাওনের মুক্তিতে আর কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী বেলাল হো3সেন। এনটিভি অনলাইনকে তিনি বলেন, শারমিন আক্তার নিপা ওরফে মাহির সঙ্গে শাওনের বিয়ে হয় বলে কাবিননামা রয়েছে। বিয়ের বিভিন্ন ছবি ফেসবুকসহ বিভিন্ন অনলাইন নিউজপোর্টালে কে বা কারা ছড়িয়ে দিয়েছে, তা শাওনের জানা নেই।

বেলাল হোসেন আরো বলেন, বিয়ের বিষয়ে সত্যতা জানাতে আদালতে কাবিননামা উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে মাহিয়া মাহির বাবা-মা দুজনেই আদালতে উপস্থিত হয়ে জামিনের বিষয়ে তাঁদের কোনো আপত্তি নেই বলে MAHI-shaown-www.jatirkhantha.com.bdঅঙ্গীকারনামা দেন। এ বিষয়ে তাঁরা পারিবারিকভাবে আপস, মীমাংসা করবেন বলে আদালতকে অবহিত করেন। পরে শুনানি শেষে আদালত শাওনের জামিন মঞ্জুর করেন।

আজ দুপুর সোয়া ১টার দিকে মহানগর দায়রা জজ আদালতের ছয়তলায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন নজরুল ইসলাম শামীম।