চার্লস ম্যাককালাম ঝড়ে ফাইনালে রংপুর
রুবেল হোসেন : এবার চার্লস ম্যাককালাম ঝড়ে ফাইনালে চলে গেল রংপুর রাইডার্স।কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৬ রানে হারিয়ে বিপিএলের পঞ্চম আসরের ফাইনাল নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। মঙ্গলবার ফাইনালে তারা ঢাকা ডায়নামাইটর্সের মুখোমুখি হবে। দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে তিন উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে রংপুর। জয়ের জন্য ১৯৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করতে পারে কুমিল্লা। ফলে ৩৬ রানে জয় পায় রংপুর।
বড় ব্যাটসম্যানরা বড় ম্যাচে জ্বলে ওঠেন। প্রায় টানা ব্যর্থতার পর সময়মত, দলের প্রয়োজনের মুহূর্তে ঠিকই জ্বলে উঠলেন জনসন চার্লস ও ব্রেন্ডন ম্যাককালাম। গেইল রান পাননি, তাতে কী? গেইলের ব্যর্থতা বুঝতেই দিলেন না এ দুই মারকুটে ব্যাটসম্যান। চার্লস করলেন ৬৩ বলে ১০৫। ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট থেকে আসলো ৪৬ বলে ৭৮ রানের তুখোড় ইনিংস। আর এ দুজনের বিস্ফোরক ব্যাটিংয়ে কুমিল্লার বিপক্ষে রংপুর তুললো ৩ উইকেটে ১৯২ রান।
রবিবার ৭ ওভার শেষে এক উইকেটে ৫৫ রান ছিল রংপুর রাইডার্সের। আগের দিনের সিদ্ধান্ত অনুযায়ী এখান থেকেই খেলা শুরু হয় আজ সোমবার।টানা চার ম্যাচে ব্যর্থতার পর সময়মত জ্বলে ওঠেন ক্যারিবিয়ান মারকুটে ওপেনার জনসন চার্লস। আগের রাতে ৪৬ রানে নট আউট ছিলেন তিনি। ছিলেন রুদ্রমূতিতে। আজ শুরু করেন সেখান থেকেই। চার্লসের বিধ্বংসী ব্যাটিংয়ে কুমিল্লার বোলিং খড়কুটোর মতো উড়ে যায়। ৩৪ বলে পূরণ করেন হাফ সঞ্চুরি।
হাফ সেঞ্চুরিতেই থেমে থাকেননি চার্লস। ধেই ধেই করে রান তুলতে থাকেন। ৬২ বলে তুলে নেন বিপিএলে তার প্রথম সেঞ্চুরিটা। চলতি বিপিএলে এটা দুই নম্বর সেঞ্চুরি। প্রথমটি করেছিলেন চার্লসের স্বদেশী গেইল। শেষমেশ অপরাজিত থাকেন চার্লস। করেন ৬৩ বলে ১০৫ রান ( ৭ ছক্কা, ৯ চার)।
ওদিকে বিপিএলে টানা ফ্লপ কিউই মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন সময় নিলেন সেট হতে। এরপর শুরু করলেন ঝড়। দেখালেন আসল চেহারা। ৩৩ বলে ৫ ছ্ক্কায় তুলে নেন বিপিএলে নিজের প্রথম হাফ সেঞ্চুরিটা। চার্লসের মতো তিনিও থামেননি হাফসেঞ্চুরিতে। ৪৬ বলে ৭৮ রানের (৯ ছক্কা ও ১ চার) তুখোড় ইনিংস খেলে আউট হন ব্রেন্ডন।
বোলিংয়ে বড়ই হতাশার রাত কুমিল্লার। একটি করে উইকেট নেন হাসান আলী, মেহদেী হাসান ও সাইফউদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স : ২০ ওভারে ১৯২/৩ (চালর্স ৬৩ বলে ১০৫*, গেইল ৩, ম্যাককালাম ৪৬ বলে ৭৮; মেহেদী হাসান ১/৪৪, হাসান আলী ১/২৩, সাইফুদ্দিন ১/৩৮)