• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

চামড়ার দামে মরিচও মিলছেনা!


প্রকাশিত: ১১:১৯ পিএম, ১ আগস্ট ২০ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২১১ বার

ঈশ্বরদী প্রতিনিধি : ১ কেজি কাঁচা মরিচ এর দাম ৪০০ টাকা। অথচ গরুর চামড়া ১৫০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেশের চামড়ার বাজারে এবার ভয়াবহ ধস নেমেছে। ক্রেতা নেই বললেই চলে। ফরিয়ারা বলছেন, গরুর একটি চামড়া বিক্রি করে ১ কেজি কাঁচা মরিচ যেমন কেনা যাচ্ছেনা তেমনি ছাগলের চামড়া বিক্রি করে কম দামের সিগারেট প্যাকেট ও মিলছে না। আজ শনিবার সন্ধ্যায় ঈশ্বরদীর রেলগেটের বাস টার্মিনালে অস্থায়ী চামড়ার হাট ঘুরে এই চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টার পর হতেই মৌসুমি চামড়ার ফড়িয়ারা শহর ও গ্রামের বাড়ি বাড়ি ঘুরে চামড়া ক্রয় করেন। বিকাল তিনটার পর হতেই ফড়িয়াদের নিয়ে আসা চামড়া কিনতে শুরু করেন পাইকারি ব্যবসায়ীরা।গরুর চামড়া ১৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ১০-১২ মন ওজনের ৬টি চামড়া সর্বোচ্চ ৬০০ টাকা দামে বিক্রি হয়েছে। আর ছাগলের চামড়া ১৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ছাগলের চামড়ার নির্ধারিত দাম দিতে চাচ্ছেন না পাইকাররা।

শহরের মোস্তফা কলিম জানান, তার কোরবানির গরুর ৬ মণ ১১ কেজি মাংস হয়েছে। এই গরুর চামড়া বিক্রি করে ৩০০ টাকা পেয়েছি। অথচ শুক্রবার রাতে ঈশ্বরদীতে ১ কেজি কাঁচা মরিচ এর দাম ছিল ৪০০ টাকা। এবার বড় আকৃতির গরুর চামড়া বিক্রি করে ১ কেজি কাঁচা মরিচের দামও উঠছে না বলে তিনি জাতিরকন্ঠ কে জানিয়েছেন।

কালিকাপুরের শামসুল করিম জানান, ছাগলের চামড়া বিক্রি করে এক প্যাকেট কম দামী সিগারেটও পাওয়া যাচ্ছে না। বাড়ি বাড়ি গিয়ে ২০ থেকে ৪০ টাকা দামে ছাগলের চামড়া কিনলেও গত বছরের মতো এবারেও লোকসান হবে বলে তিনি জানিয়েছেন।পাইকারি চামড়া ব্যবসায়ী শহরের এস এম খলিল বাবু বলেন, আমরা ১৫০ থেকে সর্বোচ্চ ৪০০ টাকা দরে গরুর চামড়া কিনছি। এর চেয়ে বেশি দামে কেনা সম্ভব না।