• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

‘চাপিয়ে দেয়া’ জুমার খুতবা’র বৈধতা চ্যালেঞ্জ


প্রকাশিত: ১১:০১ পিএম, ৩ আগস্ট ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮৪ বার

হাইকোর্ট রিপোর্টার : ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ‘চাপিয়ে দেয়া’ জুমার খুতবা’র বৈধতা চ্যালেঞ্জ করা 111হয়েছে এবার।  জুমার নামাজের খুতবা ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কর্তৃক নির্ধারণ করে দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট জুলফিকার আলী জুনুর পক্ষে ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এ রিট আবেদনটি  দাখিল করেন।

এতে ইফার মহাপরিচালক শামীম মোহাম্মাদ আফজাল, ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও খুতবা সমন্বয়কারী কমিটিকে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ২৫ জুলাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারণ করে দেয়া জুমার নামাজের খুতবা বাতিল করতে মুসলিম উম্মাহর পক্ষে সরকারের প্রতি একটি লিগ্যাল নোটিশ দেয়া হয়েছিল। সে নোটিশের যথাযথা জবাব না পাওয়া এই রিট আবেদন করা হয়েছে।