• বুধবার , ১৩ নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ মেয়র দায়িত্ব নেয়ার ৩ ঘণ্টার মধ্যে পাকরাও


প্রকাশিত: ৫:৪৫ পিএম, ২০ নভেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩১ বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  :   চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা জামায়াত ইসলামীর সাবেক আমির নজরুল chapai-mayor-www-jatirkhantha-com-bdইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় জামিন না মঞ্জুর করে আজ রোববার দুপুরে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক জুয়েল আধিকারী এ আদেশ দেন।

গত ১ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রামে একটি নৈশবিদ্যালয় থেকে ৩১ টি ককটেল ও ৫০০ গ্রাম গান পাউডারসহ জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় হুকুমদাতা হিসেবে এজাহারভুক্ত আসামি ছিলেন নজরুল ইসলাম।

মামলার কারণে দীর্ঘদিন পলাতক থাকার পর উচ্চ আদালত থেকে বেশ কিছু মামলায় জামিন নিয়ে নজরুল ইসলাম আজই মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। ফলে দায়িত্বগ্রহণের তিন ঘণ্টার মধ্যেই কারাগারে যেতে হলো তাঁকে।