• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

চাঁদ দেখা যায়নি-সৌদিতে ঈদ বুধবার-বাংলাদেশে বৃহস্পতিবার ঈদের সম্ভাবনা


প্রকাশিত: ৪:৩৬ এএম, ৫ জুলাই ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৩৫৩ বার

খবর গালফ নিউজ অবলম্বনে  :  সৌদি আরবের আকাশে শাওয়াল মাসে চাঁদ দেখা যায়নি। তাই 1দেশটিতে কাল মঙ্গলবার ঈদ হচ্ছে না। বুধবার ঈদ-উল-ফিতর উদযাপন করবে দেশটি।

সৌদি আরবে আজ চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ হওয়ার সম্ভাবনা । সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়ে থাকে। তবে এর কিছু ব্যতিক্রমও হয়। galf news-www.jatirkhantha.com.bdতাই বাংলাদেশে কবে ঈদ হবে তা নিশ্চিত হওয়া যাবে চাঁদ কোন দিন দেখা যাবে তার উপর।

আগের দেওয়া ঘোষণা অনুসারে আজ সন্ধ্যায় বৈঠকে বসে শাওয়াল মাসের চাঁদ দেখার কমিটি। এ বৈঠকের বিষয়ে শুক্রবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট একটি নির্দেশ জারি করে। কমিটি সিদ্ধান্ত দেয়, দেশটির কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আরও একদিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত রোজা রাখতে হবে। আর ঈদ হবে বুধবারে।

এক মাসের রোজা পালনের পরে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন।