• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

‘চল্লিশ বছরেও আমি ভার্জিন’ স্বামী চাই বিজ্ঞাপন অভিনেত্রীর


প্রকাশিত: ২:৫৫ এএম, ৪ এপ্রিল ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮৩ বার

Husband wanted-www.jatirkhantha.com.bd1থাইল্যান্ড থেকে রামোস ক্লে   :   বয়স ৪০। কিন্তু এখনও শারীরীক সুখ পাননি তিনি। তাই মরিয়া হয়েই বিলবোর্ডে বিজ্ঞাপন দিলেন। লিখলেন, ‘‘চল্লিশ বছরেও আমি ভার্জিন, পাত্র চাই।”

তিনি থাইল্যান্ডের টিভি তারকা অরণ্য ‘পুই’ পাথুমথং। ব্যাঙ্ককের রাস্তায় বিশাল বিলবোর্ডে নিজের সাহসী ছবি দিয়ে এই আর্জিই জানিয়েছেন নায়িকা। সেখানে নিজের ফোন নম্বরও দিয়েছেন। সব মিলিয়ে যে কোনও মূল্যে একজন স্বামী চাই তাঁর!

তবে এই বিজ্ঞাপন নিয়ে প্রবল আপত্তি তুলেছে পুলিশ। জানানো হয়েছে, এই ধরনের বিজ্ঞাপন বেআইনি। পুলিশ ওই নায়িকাকে জেরা করার কথাও ভাবছে বলে জানা গিয়েছে।