• শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪

‘চলতি অর্থবছরে নতুন ২৭ লাখ কর্মসংস্থান হবে’


প্রকাশিত: ৫:৩৪ পিএম, ১৫ জানুয়ারী ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩৬ বার

 
স্টাফ রিপোর্টার : চলতি ২০১৬-১৭ অর্থবছরে ২৭ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে anh-m.kamal-www.jatirkhantha.com.bdজানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বলেন, ‘আমাদের অনেক বেকার আছে, এদের প্রশিক্ষণ দেওয়া হবে। চলতি অর্থবছরশেষে ৭ লাখ মানুষ দেশের বাইরে যাবে। সব মিলিয়ে বছরশেষে ২৭ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।’

রবিবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে দেশের বর্তমান অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে দেশের আর্থিক সূচক ভালো উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এর থেকে আমরা প্রাক্কলন করেছি-বছরশেষে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫ শতাংশ।’

তিনি বলেন, ‘বর্তমানে আর্থিক সূচকের যে শক্তিশালী অবস্থা দেখা যাচ্ছে, তাতে ২০১৬ সালের তুলনায় ২০১৭ অর্থনৈতিকভাবে অনেক ভাল একটি বছর হবে বলে আশা করছি।’

‘বিশ্ব ব্যাংক এবার ৬ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে’ জানিয়ে তিনি বলেন, ‘যা সংস্থাটির জন্য একটি ভালো প্রজেকশন। কেননা সংস্থাটি এর আগে কখনও এতো ভালো প্রজেকশন দেয়নি।’