চট্টগ্রাম ছাত্রলীগে ক্ষমতার লড়াই-সংঘর্ষে নেতা ইয়াছির আরাফাত খুন
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার আমতল এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ইয়াছির আরাফাত নামে ছাত্রলীগের এক কর্মী। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। একই ঘটনায় হারুনুর রশিদ নামে ছাত্রলীগের আরেক কর্মী আহত হয়েছেন। ইয়াছির আরাফাত সাতকানিয়া উপজেলার ছদাহা গ্রামের কামাল উদ্দিনের ছেলে। সে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারি কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, ‘দুই পক্ষের মধ্যে মারামারিতে ছুরিকাঘাতে সিটি কলেজের শিক্ষার্থী ইয়াছির আরাফাত গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় হারুন নামে আরেকজন আহত হয়েছে। তাকে আটক করা হয়।’
কি কারণে খুন করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, কয়েক মাস ধরে নগর ছাত্রলীগের একটি পক্ষের সঙ্গে বিরোধ চলছিল ইয়াছির আরাফাতের। শনিবার দুপুরে আমতল এলাকার সাফিনা হোটেলের পাশের গলির ‘ভাত ঘরে’ ইয়াছির খেতে আসলে পূর্ব থেকে উৎ পেতে থাকা প্রতিপক্ষের কর্মীরা তার ওপর হামলা চালায়। এসময় গুরুতর আহত হয় ইয়াছির আরাফাত। তার গলার বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় হারুন নামে ছাত্রলীগের আরেক কর্মীও ছুরিকাহত হন।
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি আবু তাহের বলেন, ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী ইয়াছির আরাফাত খুন হয়েছেন। সিটি কলেজ ছাত্রলীগের মধ্যে কোন বিরোধ নেই। তার সঙ্গে বাইরে কারো ঝামেলা থাকতে পারে। ইয়াছির আরাফাতের বড় ভাই মোহাম্মদ তৌফিক বলেন, ‘আমার ভাইকে কারা হত্যা করেছে জানি না। খবর পেয়ে হাসপাতালে এসেছি।’