• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

চট্টগ্রাম আ.লীগে কামড়া কামড়ি-প্রার্থীর সমর্থকের সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ১০:৩১ পিএম, ৩ জুন ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৫৫ বার

চট্টগ্রাম প্রতিনিধি  :   চট্টগ্রামের আনায়ারার বৈরাগ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সং111ঘর্ষে ফারুক নামে একজন নিহত হয়েছে।

শুক্রবার বিকেলে প্রতিপক্ষের লোকজন স্থানীয় আনু মিয়ার ছেলে ফারুককে এলোপাথাড়ি কোপায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, ভর্তির ঘণ্টাখানেকের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন।

আনোয়ারা থানা সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে শনিবার আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নে ভোটগ্রহণ হবে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত ১১০ জনের বেশি মারা গেছে। নিহতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী।আগামীকাল শনিবার ষষ্ঠ ও শেষ ধাপে সারাদেশের ৭১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।