• বৃহস্পতিবার , ২ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে লাশ ফেলে চম্পট সিএনজি’ওলা


প্রকাশিত: ২:৪৪ পিএম, ১১ সেপ্টেম্বর ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১২২ বার

 

 

চট্টগ্রাম থেকে আশরাফ উদ্দিন রনি:  চট্টগ্রামে এবার লাশ ফেলে চম্পট দিল সিএনজি’ওলা। জানা গেছে, শহরের লালখান বাজার accident-www.jatirkhantha.com.bdএলাকায়  দ্রুতগামী এক সিএনজি চালক নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রাজ্জাক (৭০) নামের এক ব্যক্তিকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মাথায় প্রচন্ড আঘাত পেয়ে নিহত হন। ঘটনার পর সিএনজি চালক রক্তাত্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করলেও পরে তাকে আক্তারুজ্জামান ওভারব্রীজের ওপর ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে খুলশী থানা পুলিশ রবিবার গভীর রাতে ওই ব্যক্তিকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ রাখা হয় হাসপাতালের মর্গে। আজ সোমবার সকালে নিহতের স্বজনরা খবর পেয়ে লাশ সনাক্ত করেন। পরে নিহতের ছেলে নূর মোহাম্মদ উর্ধ্বতণ কর্তৃপক্ষের অনুমতি এনে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যান।

থানার ডিউটি অফিসার অনলাইন দৈনিক জাতিরকন্ঠকে জানান, ঘটনাটি তদন্ত করছেন এস আই শরীফুল। পরে তদন্ত কর্মকর্তা জানান, নিহত আব্দুর রাজ্জাক পতেক্ষায় আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার পথে দূর্ঘটনার শিকার হন। নিহতের বাসা কর্নফুলি থানার পশ্চিম ঝুলদা এলাকায়। পুলিশ ঘাতক সিএনজি চালককে খুঁজছে।