• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে বৃষ্টি থেমেছে ওয়ার্মআপে ক্রিকেটাররা


প্রকাশিত: ১:৫২ পিএম, ১২ অক্টোবর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮৬ বার

 

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে বৃষ্টির কারণে ম্যাচজ না হওয়ার শঙ্কা অনেকটাই কেটে গেছে। আপাতত বৃষ্টি বন্ধ রয়েছে এবং 11খেলোয়াড়রা মাঠে নেমে ওয়ার্মআপ করছেন।আজ সকাল থেকে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শহর ও আশপাশের এলাকায় বৃষ্টি আপাতত বন্ধ। আবহাওয়া অফিস থেকে জানানো হয়, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সারাদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান জাতিরকন্ঠকে বলেন, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। হালকা বৃষ্টি হতে পারে।এদিকে মাঠে বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর পরিচর্যার কাজ শুরু হয়েছে। কভার সরিয়ে সুপার সাকার দিয়ে পানি সরানো হচ্ছে। ইতোমধ্যে মাঠে নেমে অনুশীলন শুরু করেছে দুই দলের ক্রিকেটাররা।

ম্যাচ যদি শুরু হয় তাহলে পুরো ৫০ ওভার খেলা নাও হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস এবং মাঠের অবস্থার কারণে ওভার সংখ্যা কমিয়ে আনার সম্ভাবনাই বেশি।ক্রিকইনফো জানায়, আবহাওয়ার কথা বিবেচনা করে তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে রাখার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাতে সম্মতি দেয়নি।