• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে নির্বাচনী পথসভায় গুলি, যুবলীগকর্মী নিহত


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ৬ মে ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪৫ বার

স্টাফ রিপোর্টার  .চট্টগ্রাম  :  চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মীর্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পথ সভায় গুলিতে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগ1ত রাতে এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগকর্মীর নাম নূর এলাহী জুয়েল (৩২)। মীর্জাপুর ইউনিয়নের শেখ আহমদের ছেলে তিনি।
হাটহাজারি থানার ওসি মো. ইসমাইল বলেন, রাতে মীর্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আবসারের নির্বাচনী প্রচার কাজের সময় জুয়েল গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। রাত সোয়া ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।