চট্টগ্রামে চার্জারলাইটে ১৫কেজি সোনা-
চট্টগ্রাম প্রতিনিধি : এসব চার্জার লাইটের মধ্যে ১৫ কেজি সোনা পাচারকালে ধরা পড়েছে এক সোনা চোরাচালানি। যাত্রী বেসী ওই চোরাচালানির নাম জয়নাল। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে শারজাহ থেকে আসা ওই যাত্রীর কাছ থেকে ১৩০ পিস (১৫ কেজি) স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।
কাস্টম হাউজের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে জয়নাল চট্টগ্রাম আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয়। এরপর তার লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে থাকা একটি চার্জার লাইটের মধ্যে কৌশলে বারগুলো লুকানো ছিল।তিনি আরও বলেন, উদ্ধার করা ১৩০টি সোনার বারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা। কাস্টম হাউজের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জাতিরকন্ঠ কে জানিয়েছেন, মো. জয়নাল নামের ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।