• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে ঊর্মি গোধূলি এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ‌্যুত-চলাচল বন্ধ


প্রকাশিত: ৬:১৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৪৯ বার

 

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঊর্মি গোধূলি এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ‌্যুত হওয়ায় ঢাকা ও সিলেটের সঙ্গে 22চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার বিকালে পাহাড়তলী স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি রনজিৎ কুমার বড়ুয়া।

তিনি জানান, হঠাৎ হওয়া এই দুর্ঘটনার পর থেকে ঢাকা ও সিলেট রুটের ট্রেনগুলোর চট্টগ্রাম পথে চলাচল বন্ধ রয়েছে।এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ‌্যুত ট্রেনটি তুলতে কাজ শুরু হয়েছে। বেশ দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করব আমরা।এই দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।