চট্টগ্রামের বস্তিতে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার
চট্টগ্রমি প্রতিনিধি : চট্টগ্রাম রেলওয়ের বাস্তুহারা কলোনি বস্তি থেকে অস্ত্র উদ্ধার করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর আইস ফ্যাক্টরি রোড সংলগ্ন ওই বস্তিতে অভিযান চালিয়ে একটি একে-২২ রাইফেল, একটি এসএমজি, রাইফেলের দুটি ম্যাগজিন, ১৬টি রকেট ফ্লেয়ার ও চারটি রাম দা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বস্তিটি মাদক আখড়া হিসেবে পরিচিত। এলাকাটি র্যাবের নজরদারিতে ছিল।