চট্টগ্রামের আনোয়ারায় নৌকাডুবি দুই ছাত্রী নিখোঁজ
আনোয়ারা .চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্কুল ও মাদরাসাগামী শিক্ষার্থীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় দুই ছাত্রী নিখোঁজ রয়েছে। ছয়জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার জুইদন্ডি থেকে নৌকায় করে বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের জাতা নুরাইন ফাজিল মাদরাসা ও রায়চটা প্রেমাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শঙ্খ নদী পার হচ্ছিল। নদীর মাঝখানে ২৫ শিক্ষার্থীবাহী নৌকাটি ডুবে যায়।
এ ঘটনায় ওই মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর হানিফা বেগম (১২) ও ইয়াসমিন আক্তার (১২) নামে দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। ছয়জনকে আশংকাজনকে অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।উপজেলা নির্বাহী সোহেল দস্তগীর জাতিরকন্ঠকে জানান, ‘ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।’