• শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪

ঘের দখল নিয়ে যুবদল নেতা খুন


প্রকাশিত: ১১:৫৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬৪ বার

 

খুলনা প্রতিনিধি :  খুলনার বটিয়াঘাটা উপজেলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে kkনজরুল ইসলাম (৪৩) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে  উপজেলার আমিরপুর ইউনিয়নের কোড়িয়া গ্রামের আতালের চর এলাকার মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নজরুল কোড়িয়া গ্রামের বাসিন্দা এবং আমিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে খুলনা মহানগর থেকে ২০ থেকে ২২টি মোটরসাইকেলে একটি সংঘবদ্ধ গ্রুপ বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের কোড়িয়া গ্রামের আতালের চর এলাকার একটি মাছের ঘের দখল করতে যায়। এ সময় স্থানীয়রা তাদের বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এক পর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে নজরুল ইসলাম ও একই গ্রামের নিজাম উদ্দিন (৪২) নামে আরও একজন গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত বলে ঘোষণা করেন।

খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা জানান, নিহত নজরুল ইসলাম আমিরপুর ইউনিয়ন যুবদলের নেতা। তিনি এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।