• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

ঘুষ নিয়ে বদহজম ফুড ইন্সপেক্টর শাহবুদ্দিন-শাহনেওয়াজ-সুরজিতে’র


প্রকাশিত: ৩:১৮ এএম, ৪ নভেম্বর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৬৪ বার

 

আসমা খন্দকার : ঘুষ নিয়ে বদহজম ফুড ইন্সপেক্টর শাহবুদ্দিন-শাহনেওয়াজ-সুরজিতে’র ।খোলা বাজারে চাল বিক্রির 111(ওএমএস) ডিলারদের সঙ্গে অর্থ লেনদেন করায় চট্টগ্রামের তিন খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া এ ঘটনায় জড়িত দুই ডিলারকেও অভিযুক্ত করা হয়েছ। বৃহস্পতিবার দুদক এ ব্যবস্থা গ্রহণ করে।

বরখাস্ত হওয়া খাদ্য পরিদর্শকরা হলেন- শাহবুদ্দিন, শাহনেওয়াজ এবং সুরজিত দে। এছাড়া অভিযুক্ত ডিলাররা হলেন- সৈয়দ মো. মারুফ এবং জাহাঙ্গীর আলম। জানা গেছে, ডিলারদের কাছ থেকে ঘুষ নেওয়ায় ওই তিন খাদ্য পরিদর্শককে ১ নভেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগে দুদকের পরিচালক মো. আবু সাইদ জাতিরকন্ঠকে বলেন, তিন জন খাদ্য পরিদর্শক ও দুই জন ডিলারকে ঘুষ লেনদেন করার অপরাধে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।তিনি আরও বলেন, এ ঘটনায় তাদের মামলা দায়ের করা হবে এবং আগামীকাল তাদের আদালতে হাজির করা হবে।