• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

ঘুষ কেলেংকারি-মেয়র নাছিরের অভিযোগ খতিয়ে দেখবে সরকার


প্রকাশিত: ৩:২১ পিএম, ১১ আগস্ট ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৬৪ বার

বিশেষ প্রতিনিধি  :  ঘুষ না দেয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বরাদ্দ কম দেয়া হয়েছে বলে মেয়র আ 11জ ম নাছির উদ্দিন যে অভিযোগ করেছেন, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, ‘কারও বিরুদ্ধে অভিযোগ তো থাকতেই পারে। অভিযোগ তো প্রমাণসাপেক্ষ, আমরা তদন্ত করে দেখব।’

তিনি বলেন, ‘প্রমাণিত হলে তো এটা গুরুতর অভিযোগ। আমরা মন্ত্রণালয় থেকে অভিযোগটা বিবেচনা করব এবং আইডেন্টিফাই করব।’অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটি জনসম্মুখে আলোচনার বিষয় না। আর আজকের সভার বিষয়টা এটা না, অন্য কোনো বিষয় থাকলে বলেন।’

গতকাল বুধবার চট্টগ্রামে এক সভায় মেয়র নাছির বলেন, ‘দাবি মতো কর্মকর্তাদের ঘুষ না দেয়ায় কর্পোরেশনের জন্য এসেছে মাত্র ৮০ কোটি টাকা। ঘুষ দিলে যেখানে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যেতো।’

তিনি আরও বলেন, ‘আমাকে বলা হল- কর্পোরেশনের জন্য যত টাকা চাই দেয়া হবে থোক বরাদ্দ হিসেবে, তবে তার জন্য পাঁচ শতাংশ করে দিতে হবে।’ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে এ সভায় মেয়র নাছিরও উপস্থিত ছিলেন। তিনি বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘একটু কাজ আছে, সেটা করে আসি, পরে এ নিয়ে কথা বলা যাবে।’

এদিকে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক সাংবাদিকদের জানান, সম্প্রতি চট্টগ্রামের মেয়র অভিযোগ করেছেন, সচিবালয়ের একজন কর্মকর্তা তার কাছে ঘুষ ও গাড়ি চেয়েছেন। তার এ অভিযোগ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

তিনি জানান, বিশেষ করে সচিবালয়ের কোন কর্মকর্তা তার কাছে ঘুষ এবং গাড়ি চেয়েছেন, তাকে তা স্পষ্ট করে জানাতে হবে। আবদুল মালেক আরও বলেন, আ জ ম নাছির একজন রাজনীতিবিদ, একই সঙ্গে তিনি মেয়র এবং সরকারের প্রতিমন্ত্রীর পদমর্যাদার।আজই  তার কাছে অভিযোগের স্পষ্ট ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হবে।