• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

ঘুষফাঁদে ব্যান্সডক কর্মকর্তা পাকরাও


প্রকাশিত: ৮:০৪ পিএম, ৫ অক্টোবর ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৮৩ বার

স্টাফ রিপোর্টার : ঘুষ নেয়ার সময় বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারের (ব্যান্সডক) উচ্চমান সহকারী  মো. BANSDOC meaning - what does BANSDOC stand for?শহিদুল্লাহকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের ওই দফতরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।সূত্র জানায়, নিজ দফতরের চতুর্থ শ্রেণির কর্মচারীর বেতন-ভাতা সমতাকরণের নামে ঘুষ চেয়েছিলেন ব্যান্সডকের উচ্চমান সহকারী  মো. শহিদুল্লাহ। কিন্তু বিষয়টি জেনে যায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শহীদুল্লার বিরুদ্ধে অভিযোগ পেয়ে দুদকের টিম বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের ওই দফতরে অভিযানে যায়। ২০ হাজার টাকা ঘুষসহ দুদক টিম হাতেনাতে গ্রেফতার করে শহীদুল্লাহকে। দুদকের ঢাকা সমন্বিত বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার ও উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের  নেতৃত্বে একটি বিশেষ টিম ওই অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে দুদক পরিচালক নাসিম আনোয়ার  বলেন, আমাদের কাছে তথ্য থাকায় বৃহস্পতিবার দুপুরে ফাঁদ পেতে উচ্চমান সহকারী  মো. শহিদুল্লাহকে হাতেনাতে ধরা হয়। পরে বিকালে শহীদুল্লার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে দুদক। দুদকের উপসহকারী পরিচালক  মো. নাজিম আনোয়ার বাদী হয়ে রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলাটি দায়ের করেন।