• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

ঘুম ভেঙ্গেছে মৎস্য-প্রাণি সম্পদমন্ত্রীর-ভাইস চেয়ারম্যানের বাড়িতে আগুন


প্রকাশিত: ১০:২৪ পিএম, ৫ নভেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২০ বার

 

নাসিরনগর প্রতিনিধি  :   অবশেষে ঘুম ভেঙ্গেছে মৎস্য-প্রাণি সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর montri-sayadul-www-jatirkhantha-com-bdউপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর মন্ত্রীর ঘুম ভেঙ্গেছে বলে এলাকাবাসী জাতিরকন্ঠকে জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ভাঙচুর, হিন্দুদের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ নিয়ে কথা বলার জন্য সংবাদ সম্মেলন ডেকেছেন ওই এলাকার সংসদ সদস্য ছায়েদুল হক। তিনি সরকারের মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।আজ শনিবার বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, কাল রোববার নাসিরনগর উপজেলার ডাকবাংলোয় দুপুর ১টায় সংবাদ সম্মেলন ডেকেছেন মন্ত্রী ছায়েদুল হক।

অঞ্জন কুমার দেবের বাড়িতে অগ্নিসংযোগ

98এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে শনিবার সন্ধ্যায় কে বা কারা এই অগ্নিসংযোগ করেছে তা কেউ দেখেনি বলে দাবি করা হয়েছে। জানা গেছে, এ সময় অঞ্জন কুমার দেব বাড়িতে ছিলেন না। আগুনের মাত্রা বাড়ার আগেই বাড়ির লোকজন তা নিয়ন্ত্রণে আনেন। পুলিশ, র‌্যাব ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

এর আগে গত রবিবার ৫০/৬০টি হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর ও বৃহস্পতিবার পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বেশ উত্তপ্ত রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর। সারাদেশে আন্দোলন কর্মসূচিও পালন করেছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলগুলো।

গত ৩০ অক্টোবর থেকে নাসিরনগরে হামলা ও তার পরবর্তী বিষয়াদি নিয়ে কথা বলবেন ছায়েদুল হক। সম্প্রতি ‘আপত্তিকর মন্তব্য’ করে বেশ আলোচিত হয়েছেন ছায়েদুল হক।গত ৩০ অক্টোবর ১২টি মন্দির ও হিন্দু ধর্মাবলম্বীদের বহু বাড়ি ভাঙচুর ও লুটপাট করে দু্র্বৃত্তরা।এর আগে অভিযোগ ওঠে, এক হিন্দু যুবক ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশ করে। বিষয়টি ছড়িয়ে দিয়ে দুর্বৃত্তরা এসব মন্দির ও বাড়িঘরে ভাঙচুর ও হামলা চালায়।

এরপর ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধিদল, মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো এলাকা পরিদর্শন করে। এরপরও গত বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।এদিকে ঘটনার তিনদিন পর এলাকায় যান স্থানীয় সংসদ সদস্য ছায়েদুল হক। চতুর্থ দিন তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।