• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

ঘাতক বাস চালক জামিরকে বাঁচাতে এবার দেশব্যাপী পরিবহন ধর্মঘট


প্রকাশিত: ১:৪৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪০ বার

বিশেষ প্রতিনিধি  :  বাস চালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় jjjjjডাকা অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট কর্মসূচির স্বপক্ষে আরও কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার সকাল থেকে দেশব্যাপী এ কর্মসূচি চলবে বলে রাজধানী ঢাকার একটি হোটেলে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ১১টায় মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের যৌথ সভায় সিদ্ধান্ত হয়।

এদিন (সোমবার) রাত ১১টা ৪১ মিনিটে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম দুদু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।