• শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪

ঘাতক পিনাক-৬ এর মালিক কালু কারাগারে


প্রকাশিত: ৫:৪৯ পিএম, ১৪ আগস্ট ১৪ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৬২ বার

 

বিশেষ প্রতিবেদক: নিজামুল শফিক, ঢাকা:
মাওয়ায় ডুবে যাওয়া ঘাতক লঞ্চ পিনাক ৬ এর মালিক আবু বকর সিদ্দিক ওরফে কালুকে জেলহাজতে পাঠানো হয়েছে।মুন্সিগঞ্জের আমলি আদালত ৬ এর বিচারক আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
এর আগে কালুকে মঙ্গলবার রাত ৩টায় চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে র‌্যাব গ্রেফতার করে।বুধবার র‌্যাব কার্যালয়ে কালু নিজেকে নির্দোষ দাবি করেন।কালু বলেন, এর দায় নৌ পরিবহন কতৃৃপক্ষের।তার লঞ্চে পর্যাপ্ত বয়া ও লাইফ জ্যাকেট ছিল।

সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ আজ তাঁকে আদালতে হাজির করেন। আদালত ১৮ আগস্ট রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠান।
মুন্সিগঞ্জের লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, গতকাল রাত পৌনে সাতটার দিকে র্যাব তাঁকে লৌহজং থানায় হস্তান্তর করে। আজ তাঁকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁকে লৌহজং থানায় হস্তান্তর করা হয়। ছবি: প্রথম আলো

কোর্ট পরিদর্শক আব্দুল কুদ্দুস  বলেন, বেলা একটার সময় আবু বকর সিদ্দিককে আমলি আদালত-৬-এ হাজির করা হয়। রিমান্ডের আবেদনের শুনানির জন্য ১৮ আগস্ট তারিখ ধার্য করে বিচারিক হাকিম মো. হারুন-অর রশীদ তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা লৌহজং থানার উপপরিদর্শক জুলহাস জানান, রিমান্ড পেলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
৪ আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়ায় আসার পথে বেলা ১১টার দিকে ডুবে যায় পিনাক-৬। এ ঘটনায় মোট ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান শনাক্ত না করে গত সোমবার উদ্ধারকার্যক্রম স্থগিত করে দেওয়া হয়।
এ ঘটনায় মাওয়া নৌপরিবহন পরিদর্শক (টিআই) জাহাঙ্গীর আলম ভূইয়া বাদী হয়ে পিনাকের মালিক আবু বকর সিদ্দিকসহ ছয়জনকে আসামি করে লৌহজং থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পলাতক ছিলেন আবু বকর।