• মঙ্গলবার , ৭ জানুয়ারী ২০২৫

গ্যাসের ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন শ্রীপুরে


প্রকাশিত: ১০:০২ পিএম, ২৯ আগস্ট ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৬৬ বার

গাজীপুর প্রতিনিধি : জেলার শ্রীপুর পৌরসভার গিলাচালা ও কেওয়া পশ্চিম এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে 12অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একজনকে জরিমানা ও ২ হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, ১০ কিলোমিটার এলাকার পাইপ উঠিয়ে জব্দ করা হয়েছে।

শ্রীপুর পৌরসভার গিলার চালা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে আব্দুল আউয়ালকে ভ্রাম্যমাণ আদালত ১২ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলে।শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম রেজা আদালত পরিচালনা করেন।

তিনি জানান, গাজীপুর ও ভালুকা অঞ্চলের তিতাসের গ্যাসের কর্মকর্তারা আগে থেকেই মাইকিং করে অবৈধ সংযোগে সাধারণকে নিরুৎসাহিত করে আসছিলেন। এলাকায় গিয়ে দেখা গেছে, অবৈধ সংযোগধারীদের অনেকে অভিযানের আগে নিজেরাই সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। অনেককে আবার বাড়িতে পাওয়া যায়নি।

তাদের সংযোগ দেওয়া পাইপ উঠিয়ে আনা হয়েছে। এমন ১০ কিলোমিটার এলাকার পাইপ উঠানো হয়েছে।আদালত পরিচালনার সময় গাজীপুর জেলা পুলিশ, আনসার ও তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।