• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

গোল্ড স্মাগলার সুন্দরী তানিয়া’র মহা প্রতারণা


প্রকাশিত: ৮:৩০ পিএম, ১৭ আগস্ট ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২৩৯ বার

বিশেষ প্রতিনিধি  :  গোল্ড স্মাগলার সুন্দরী তানিয়া’র মহা প্রতারণা-জালিয়াতি উদঘাটন করেছে পুলিশ। প্রতারণা মামলায় 1গ্রেফতারকৃত সাদিয়া ওরফে তানিয়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১০৬ ভরি স্বর্ণালংকার, ২০ লাখ টাকা ও ১০ লাখ বিদেশি মুদ্রা উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ। গত মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। গত ৯ আগস্ট বিমানবন্দর থানা পুলিশ উত্তরার পূর্ব ও পশ্চিম থানায় একাধিক মামলার আসামি সাদিয়া ওরফে নদী ওরফে তানিয়াকে গ্রেফতার করে। তার বাসা থেকেই অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

অপর দিকে পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রতারক চক্র সর্ম্পকে তথ্য পেয়েছে। তার দেয়া তথ্য থেকে পুলিশ জানতে পেরেছে, চক্রটি মিরপুর, বনানী, গুলশান ও উত্তরা এলাকায় দীর্ঘদিন ধরে প্রতারণা করছে। বাসায় একলা থাকা বয়স্ক মানুষ এদের শিকার। ১০ থেকে ১২ জনের এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের খোঁজে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

2বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জাতিরকন্ঠকে জানান,  গ্রেফতারকৃত সাদিয়া ওরফে তানিয়া উত্তরার ১২ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ১৮ নম্বর বাসায় তার খালা খালুর সঙ্গে বসবাস করতেন। তার দেয়া তথ্য অনুযায়ী গত মঙ্গলবার রাত থেকে আজ ভোর পর্যন্ত ওই বাসায় অভিযান চালানো হয়।

সেখান থেকে ১০৬ ভরি স্বর্ণ (সোনার অলংকার), নগদ ২০ লাখ ৫২ হাজার ৯৯০ টাকা, ২৫টি মোবাইল ফোন সেট, পাকিস্তানি মুদ্রায় পাঁচ হাজার পাঁচ রূপি, ৪ হাজার ৫১০ মার্কিন ডলার, প্রচুর মানিব্যাগ, পার্স, সিম ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়।