• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

গোলাম সারওয়ারের চিরবিদায় প্রধানমন্ত্রীর শোক


প্রকাশিত: ১০:১৮ পিএম, ১৩ আগস্ট ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৫৬ বার

 

 

স্টাফ রিপোর্টার :  দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে।আজ সোমবার সিঙ্গাপুরের স্থানীয় সময় রাত ১১টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় ৯টা ২৫ মিনিট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার অবস্থার অবনতি হলে আজ  সোমবার বিকেল ৫টায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সাপোর্টে নেওয়া হয় এই প্রবীণ সাংবাদিককে।গোলাম সারওয়ার হৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।