গোপীবাগের ছয় খুনী জেএমবির তারিকুল
এস রহমান: গোপীবাগের ছয় খুনী জেএমবির তারিকুল। রাজধানীর গোপীবাগে ছয় খুনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য তারিকুল ইসলাম হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জেএমবি সদস্যরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে আদালতকে জানিয়েছেন তারিকুল।
আজ শুক্রবার বিকেলে ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান আসামি তারিকুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কাজী গোলাম কবীর জাতিরকন্ঠকে জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা তারিকুলকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।২০১৩ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় গোপীবাগের একটি বাড়িতে ইমাম মেহেদির প্রধান সেনাপতি বলে দাবি করা লুৎফর রহমানসহ ছয়জনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত লুৎফর রহমানের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক ওয়ারী থানায় হত্যা মামলা করেন।
তদন্ত সূত্র নিশ্চিত করেছে, জবানবন্দিতে তারিকুল বলেন, তিনি নিজে লুৎফর রহমানসহ ছয় হত্যায় সরাসরি অংশ নিয়েছিলেন।
তাঁর সঙ্গে আরও পাঁচজন এই খুনে অংশ নেন। হত্যাকাণ্ডের আগে জেএমবির শীর্ষস্থানীয় নেতারা পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা মোতাবেক এই ছয়জনকে গলা কেটে হত্যা করা হয়। এই মামলায় জেএমবির সেকেন্ড ইন কমান্ড গোলাম সারওয়ার রাহাত ও আজমীর অমিতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা জামিনে রয়েছেন।এর আগে গত ২৫ অক্টোবর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারিকুল নিজ হাতে পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানের গলা কাটার কথা স্বীকার করেন। গত ৫ অক্টোবর রাজধানীর কথিত পির খিজির খানকে গলা কেটে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন তারিকুল। ১৪ অক্টোবর টাঙ্গাইল থেকে তারিকুলকে গ্রেপ্তার করে পুলিশ।
তারিকুলকে চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘কাফেলা’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।২০০৫ সালে সারা দেশে একযোগে বোমা হামলার ঘটনায় চট্টগ্রামে গ্রেপ্তার হয়েছিলেন জেএমবির সক্রিয় সদস্য তারিকুল ইসলাম। দুই বছর আগে জামিনে ছাড়া পান তিনি।