• রোববার , ৫ জানুয়ারী ২০২৫

গোপালগঞ্জে শিশুকন্যাকে গলা কেটে হত্যা


প্রকাশিত: ১২:১২ পিএম, ২২ জুন ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১২৩ বার

মুকসুদপুর প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামে লামিয়া খানম (৭) 1নামের এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে একটি পাটক্ষেত থেকে লামিয়ার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। লামিয়া বামনডাঙ্গা গ্রামের কেরামত খালাসীর মেয়ে ও বামনডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।

মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় লামিয়া। রাতে অনেক খোঁজ করেও পরিবারের লোকজন তার সন্ধান পায়নি। সকালে বাড়ির কাছের একটি পাটক্ষেতে তার গলা কাটা লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।