গুয়াগাছিয়া ইউপি নির্বাচনে সাংবাদিক শফিক সরকারের পক্ষে গণজোয়ার
গজারিয়া মুন্সিগঞ্জ . প্রতিনিধি : বিএনপির মনোনয়ন পেয়ে সবার আগে নির্বাচনী মাঠে নামলেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার গুয়াগাছিয়া ইউনিয়নের কৃতি সন্তান সাংবাদিক শফিক সরকার। এতদিন যিনি মানুষের খবরের পিছনে ছুটতেন এখন তিনিই হয়ে যাচ্ছেন খবরের শিরোনাম। এবার তিনি গুয়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী।
ধানের শীষ প্রতীক নিয়ে তিনি লড়বেন গুয়াগাছিয়া ইউনিয়নের আপামর জনসাধারনের সেবার ব্রত নিয়ে।ইতিমধ্যে তাঁর পক্ষে এলাকায় নিবেদিনপ্রাণ মানুষ পোষ্টার লিফলেট বিতরণ করা শুরু করেছে। ক’দিন আগে পালিত হলো নববর্ষ। সেখানেও ছিল শফিক সরকারের নির্বাচনী লিফলেট।
এদিকে গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন দেয়ালে শোভা পাচ্ছে এলাকাবাসির ছাপানো চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক শফিক সরকারের পোষ্টার । পোষ্ঠারের ভাষায় বলা হয়েছে, অন্যায় অবিচার,দুর্নীতি, দুঃসাশন, সন্ত্রাস চাঁদাবাজি, খুন ডাকাতি, হুমকি-ধামকি, স্বজনপ্রীতি,লুটতরাজ, ভাংচুর, নিপীড়ন-নির্যাতন অবসানের জন্যে এই মূহুর্তে তোমারই প্রযোজন।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, গজারিয়া থানার গুয়াগাছিয়া ইউনিয়নে ইতিপূর্বে একাধিক চেয়ারম্যান দায়িত্ব পালন করলেও সেখানে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। এলাকার জনসাধারন বললেন, এখানে যারা ইতিপূর্বে চেয়ারম্যান ছিলেন তাঁরা নিজেদের ব্যক্তিগত উন্নয়নে ব্যস্ত ছি্লেন। ফলে গুয়াগাছিয়া অবহেলিত থেকে গেছে।
এলাকাবাসি বললেন, সঠিকভাবে গুয়াগাছিয়ার উন্নয়ন করতে হলে এখানে সৎ কর্মঠ ত্যাগি নেতাকে নির্বাচিত করতে হবে।যিনি শয়নে স্বপনে অন্তরে শুধুই গুয়াগাছিয়ার উন্নয়নের কথা ভাববেন। এলাকায় এমন মানুষ কে?
এ প্রশ্নে সকলেই সাংবাদিক শফিক সরকারের নাম বললেন। তাঁদের মতে, সাংবাদিক শফিক সরকার চেয়ারম্যান না হয়েও এলাকার মানুষের উন্নয়নে ইতিপূর্বে কাজ করেছেন।সেক্ষেত্রে তিনি নির্বাচিত হলে গুয়াগাছিযায় উন্নয়নের ঢেউ লাগবেই্।