• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

গুলি করে বোমা ফাটিয়ে যুবলীগ নেতাকে হত্যা


প্রকাশিত: ৯:৪১ পিএম, ৩ ফেব্রুয়ারি ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৫১ বার

11
খুলনা প্রতিনিধি  :  খুলনা জেলার ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জনি মোল্লাকে (২৯) গুলি করে ও বোমা ফাটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশনের অদূরে এ হামলার ঘটনা ঘটে। নিহত জনি উপজেলার বেজেরডাঙ্গা এলাকার ইউসুফ মোল্লার ছেলে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শুক্রবার রাতে বেজেরডাঙ্গা রেল স্টেশনের অদূরে জনি তার পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত যুবলীগ নেতা জনি মোল্লার লক্ষ্য করে গুলিবর্ষণ এবং বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। জনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

এলাকাবাসী দ্রুত জনিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা এবং কী কারণে জনি মোল্লাকে হত্যা করেছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি। ফুলতলা উপজেলা যুবলীগের সভাপতি শেখ আলী ইয়াসিন যুবলীগ নেতা জনি মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।