• মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫

গুলিসহ শাহজালালে আটক এলডিপি মহাসচিব


প্রকাশিত: ৩:৪৪ পিএম, ১ জুলাই ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৭১ বার

বিমান বন্দর প্রতিনিধি : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত রাউন্ড গুলিসহ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে আটক করা হয়েছে।সোমবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয় বলে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক) সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমানে করে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন এলডিপির মহাসচিব। এ সময় স্ক্যানিং করার সময় তার কাছ থেকে সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুলক্রমে গুলি নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন রেদোয়ান আহমেদ। তাকে বিমানবন্দর থানায় করা হয়েছে।