• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

গুলশান-শোলাকিয়ায় হামলা তদন্তে আসছে ভারতীয় গোয়েন্দারা


প্রকাশিত: ১০:৫৩ পিএম, ৭ জুলাই ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১২৯ বার

সাইফুল বারী মাসুম   :   বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ 1মাঠে জঙ্গি হামলার ঘটনা তদন্ত করতে আসছেন ভারতের জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি) বাহিনীর একদল কর্মকর্তা।

বৃহস্পতিবার ভারতের সরকারি সংবাদ সংস্থা পিটিআই’র এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।এতে বলা হয়, জঙ্গিবাদ বিরোধী অভিযানের দক্ষতাসম্পন্ন কর্মকর্তা এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এনএসজির বিশেষ প্রতিনিধি দলটি চলতি সপ্তাহের শেষে বাংলাদেশে আসবে।

তারা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ এলাকা পরিদর্শন করে পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা নেবেন। আর কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন ঘটনাস্থলে থেকে বিস্ফোরণের নমুনা ও প্রমাণ সংগ্রহ করবেন।এনএসজি কর্মকর্তা জানিয়েছেন, গুলশানে হামলার পর পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে ঘটনাস্থল ঘুরে দেখতে ঢাকার কাছে অনুমতি চায় এনএসজি।

বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ বাহিনী এ অনুমতি দোর পর ভারত সরকার এনএসজির ঢাকা সফরের অনুমোদন দেয়।উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকালে দেশের সর্ববৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায়  বিস্ফোরণ ও গুলির ঘটনায় পুলিশসহ চারজন নিহত হয়। এছাড়াও হামলায় আহত হন আট পুলিশসহ অন্তত ১২ জন।

এর আগে গত শুক্রবার রাতে ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি; দেশী-বিদেশী অন্তত ৩৩ জন সেখানে জিম্মি হন।

হামলাকারীদের ঠেকাতে গিয়ে বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে পরের দিন শনিবার ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়।

নিহতদের মধ্যে নয়জন ইটালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক৷ বাকি তিনজন বাংলাদেশী, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল৷