• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

গুলশান ক্লাবের ‘মেম্বার প্রোফাইল’ উম্মোচন


প্রকাশিত: ১০:৪৫ পিএম, ৯ ডিসেম্বর ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৫৮ বার

স্টাফ রিপোর্টার  :  রাজধানীর ঐতিহ্যবাহি অভিজাত গুলশান ক্লাবের ‘মেম্বার প্রোফাইল’ মোড়ক উম্মোচন করা হয়েছে আজ শনিবার রাত সাড়ে ৮টায়। এ উপলক্ষ্যে আয়োজিত gulshan club-www.jatirkhantha.com.bdঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান ক্লাবের প্রেসিডেন্ট সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ। মোড়ক উম্মোচন উপলক্ষ্যে তিনি দৈনিক জাতিরকন্ঠ বলেন, গুলশান ক্লাবের মেম্বার প্রোফাইল তৈরী করা নিয়ে বেশ কিছু দিন ধরে আমরা কাজ করছিলাম। আমাদের একটি টিম এর সঙ্গে জড়িত ছিল। তাঁদের অক্লান্ত পরিশ্রমে আজ সেটি সম্পন্ন হলে ক্লাবের সকল মেম্বারদের সামনে এর মোড়ক উম্মোচন করা হয়েছে।

গুলশান ক্লাবের ‘মেম্বার প্রোফাইল’ মোড়ক উম্মোচন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের মেম্বার এডমিন মতিউর রহমান চৌধুরী দুলাল, মেম্বার  ফাইনান্স শওকত আলী বাবুল, পাবলিশিং সাব কমিটির মেম্বার অমিকন গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মেহেদী হাসান, সাব কমিটি’র কনভেনার ডা. ওয়াহিদুজ্জামান, মেম্বার ইনচার্জ মিস শিরিন শিলাসহ সকল মেম্বার উপস্থিত ছিলেন।