গুলশান অফিসের দরজা খুলে দিতে হবে খালেদা জিয়াকে-শফিক রেহমান
স্টাফ রিপোর্টার: প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমান বলেছেন, গুলশান অফিসের দরজা খুলে দিতে হবে খালেদা জিয়াকে। বতর্মান সরকারের আমলে যারা গুম খুনের শিকার হয়েছে, কারাগারে রয়েছে -গুলশান অফিসে খালেদা জিয়ার তাদের আত্মীয় স্বজনকে ডেকে যেনো কথা বলেন,সান্তনা দেন। এজন্য প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পযর্ন্ত সময়ও বেধে দিতে বলেছিলেন তিনি।
ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউশনে শুক্রবার সকালে মাহমুদুর রহমানের কারাবন্ধীত্বের ও আমার দেশ বন্ধের একহাজার দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।
এ জন্য তাকে যে কাজটি করতে হবে তার গুলশান অফিসটি এখন যেভাবে পরিচালিত হয়, তাতে পরিবর্তন আনতে হবে।অফিসের দরজা সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে।