• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

গুলশানে নিহতের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


প্রকাশিত: ১২:২৭ পিএম, ৪ জুলাই ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৪৪ বার

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশানে জঙ্গি হামলায় বিদেশিসহ নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন 1প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল পৌনে ১০টার দিকে আর্মি স্টেডিয়ামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা জানানোর পর নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন ছিলেন।

গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালানো হয়। সেসময় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। শনিবার সকালে জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ১৭ বিদেশিসহ ২০ জিম্মির লাশ উদ্ধার করা হয়। কমান্ডো অভিযানে ছয় জঙ্গি নিহত হয় ও একজনকে সন্দেহভাজনকে আটক করা হয়।