• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

গুপ্তহত্যা চালাচ্ছে আগুন সন্ত্রাসীরাই-প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৬:১৮ পিএম, ৮ জুন ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

বিশেষ প্রতিনিধি  :   যারা প্রকাশ্যে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে, তারাই এখন পথ পরিবর্তন PM.www.jatirkhantha.com.bdকরে গুপ্তহত্যা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার দুপুরে গণভবনে সম্প্রতি করা বেশ কয়েকটি দেশের সফর সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসপির স্ত্রী, পুরোহিতসহ নানা হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি হেড অব দ্য গভর্নমেন্ট। আমার কাছে সব তথ্য আছে। আমরা সূত্র ধরেই কথা বলি। সব গুপ্তহত্যার ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হচ্ছে। জঙ্গি যে দলেরই হোক না কেন, তারা পার পাবে না।’

তিনি বলেন, ‘বিভিন্নজন এ হত্যার দায় স্বীকার করে। মূল জায়গা কিন্তু একটা। মরলে শহীদ বাঁচলে গাজী স্লোগান নিয়ে যারা মানুষ হত্যাকে উস্কে দেয়, বর্তমানের গুপ্তহত্যা তাদের কাজ। দেশের অগ্রযাত্রা রুখতেই এই নীলনকশা। এ যাবত যারাই জঙ্গী তৎপরতা চালিয়েছে তাদের সঙ্গে দুটি রাজনৈতিক দলের সংশ্রব পাওয়া গেছে।

তারা প্রকাশ্যে দিবালোকে মানুষ পুড়িয়ে মারে, তখন তারা জনগণের রুদ্ররোষের শিকার হয়েছিল। যার কারণে এখন তারা মানুষ হত্যার কৌশল পরিবর্তন করেছে। সরকারও বসে নেই। আমাদের যা যা করণীয় আমরা তা করে যাচ্ছি। যারা এ ঘটনা ঘটাচ্ছে আমরা তাদের ধরতে সক্ষম হচ্ছি।