• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

গুপ্তহত্যার মূল পরিকল্পনাকারী বিএনপি-জামায়াত: খাদ্যমন্ত্রী


প্রকাশিত: ৩:৫৪ পিএম, ১৮ জুন ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪১ বার

1
স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, গুপ্তহত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা বিএনপি-জামায়াত। জামায়াত এবং বিএনপির ছাত্র সংগঠন এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। এসব ঘটনায় যারাই গ্রেফতার হচ্ছে, দেখা যাচ্ছে তারা এক সময় জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিল।

শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয় কমিটির সভায় এই কথা বলেন। কামরুল ইসলাম বলেন, গুপ্তহত্যার পেছনে কারা প্রত্যক্ষ মদদদাতা, কোন কোন নেতারা অর্থের যোগানদাতা -এই তথ্য গোয়েন্দা সংস্থার কাছে আছে। শিগগিরই তা প্রকাশ করা হবে।

তিনি বলেন, আগুন সন্ত্রাসের সময় তাদের প্রতিক্রিয়া ছিল না। বলা হয়েছিল-গণতন্ত্রের অনুপস্থিতির কারণে আগুন সন্ত্রাস শুরু হয়েছে। এখনো যখন গুপ্তহত্যা চলছে তখন বিএনপি নেতা মির্জা ফখরুল ও মওদুদ সাহেব বলছেন গণতন্ত্র অনুপস্থিত বলে এই অবস্থা চলছে। গুপ্তহত্যার ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়াই নেই, নিন্দাও নেই।

বিএনপি-জামায়াত জোটের গুপ্তহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত মানবন্ধন কর্মসূচি সফল করার লক্ষে এই সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। রবিবার রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।