• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

গাবতলী বাস টার্মিনাল দখলের চেষ্ঠা-স্থানীয় এমপিসহ মুখোমুখি ক’টি গ্রুপ


প্রকাশিত: ১২:১৬ এএম, ২ এপ্রিল ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫৬ বার

বিশেষ প্রতিবেদক  :    এবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল দখলের চেষ্ঠা চলছে। এ ঘটনায় 1মুখোমুখি বেশ কয়েকটি গ্রুপ। নিজেদের দখল বজায় রাখতে গাবতলী বাস টার্মিনালে ‘ঢাকা জিলা যানবাহন শ্রমিক ইউনিয়ন’ এর নেতাকর্মীরা পরিবহন বাস অবরোধ করেছে।

শুক্রবার সকাল ১১টা থেকেই টার্মিনাল থেকে ছেড়ে যায়া দূর পাল্লার বাস বন্ধ করে দেয়। তারা টার্মিনালের ভেতরে একটি শ্রমিক সমাবেশ করে। সেখানে শনিবার (২ এপ্রিল) মিরপুর ১ নং সেকশনে অনুষ্ঠিতব্য একটি পূর্বঘোষিত কর্মসূচির তীব্র প্রতিবাদ জানায়।

তারা দাবি করে, ঘটনাস্থলে নড়াইলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য তুহিনের নেতৃত্বে আরো একটি সমাবেশের ঘোষণা দিয়েছে। এই স্থানে মিরপুরের সংসদ সদস্য আসলামুল হকের নেতৃত্বে একটি শ্রমিক সমাবেশের কর্মসূচির ঘোষণা রয়েছে আগে থেকেই। শ্রমিকরা অভিযোগ করে গাবতলী বাস টার্মিনাল দখল করতেই সংরক্ষিত সংসদ সদস্যের নেতৃত্বে ওই সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।

দারুচ্ছালাম থানার ওসি জানান, সকাল ১১টা থেকে বাস ছেড়ে যাওয়া বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।