• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

গানই যার স্বপ্ন-শিল্পী সিলভি মেহজাবিন


প্রকাশিত: ৪:০০ এএম, ১৮ জানুয়ারী ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৫৮ বার

Silvi mehjabin-www.jatirkhantha.com.bd-1এস রহমান:   আধুনিক এক গানের শিল্পী সিলভি মেহজাবিন। যেমন গলা তেমন তাঁর শিল্পিত গানের উচ্চারণ।কি আধুনিক,  কি ফোক, কি মডার্ণ সব গানেই তাঁর সমান বিচরণ।

silve mehjabin-www.jatirkhantha.com.bd যেন চিরকালীন এক বসন্তের গায়িকা। জানা গেছে, সেই ছোটবেলা থেকে গান গেয়ে চলেছেন। কিন্তু একটু লাজুক এই গায়িকা। নিজের সম্ভাষণ নিয়ে এগিয়ে চলেছেন।দর্শকরা বলেন, অনেক সম্ভাবণা আছে শিল্পী সিলভি মেহজাবিন এর।

leader agrovet-www.jatirkhantha.com.bd সিলভির  গলা আন প্যারালাল।ওর গান যেন হৃদয় ছুঁয়ে যায়। ও যখন গান করেন তখন সবাই তন্ময় হয়ে শোনেন-।কি আধুনিক,  কি ফোক, কি মডার্ণ সব গানেই শিল্পী সিলভি মেহজাবিনকে অতুলনীয় করে তোলে।

leader agrovet-2-www.jatirkhantha.com.bdকদিন আগে যশোর মাতিয়ে এলেন আধুনিক এই গানের শিল্পী সিলভি মেহজাবিন। লিডার এগ্রোভেট লিমিটেড এর বার্ষিক সেলস কনফারেন্সে তাঁর গান সকলকে মুগ্ধ করে। তাঁর কন্ঠে সময় গেলে সাধন মেলে না…গানটি দর্শকদের বিমোহিত করে।

শিল্পী সিলভি মেহজাবিন বলেন, গানই তাঁর স্বপ্ন।গানের মাধ্যমেই তিনি বেঁচে থাকতে চান।