• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হবে:সিইসি


প্রকাশিত: ৬:৫১ পিএম, ২০ জুন ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১১৬ বার

স্টাফ রিপোর্টার :  আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান CEC-নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির এক বিশেষ সভা শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

সভা সম্পর্কে সিইসি বলেন, আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন কীভাবে হবে, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব কী হবে এবং প্রশাসনের ভূমিকা কী থাকবে, তার পরিকল্পনা কী হবে তা নিয়ে আলাপ আলোচনা ও মতবিনিময় হয়েছে। আলোচনা ও মতবিনিময় সফল হয়েছে।তিনি বলেন, ‘আমারা আশা করি ২৬ জুন যে নির্বাচন হবে তা হবে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। ভোটাররা তাদের পছন্দ মতো প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে পারবেন।’

গাজীপুরের নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নেই জানিয়ে সিইসি বলেন, ‘সভায় উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নির্বাচন সুষ্ঠু হবে-এই প্রত্যাশা ব্যক্ত করেছেন। গাজীপুরের প্রশাসন সর্বাত্মক চেষ্টা করবে নির্বাচন সুষ্ঠু করার জন্য। প্রশাসনের কর্মকর্তারাও এ রকম অঙ্গীকার ব্যক্ত করেছে ।’তবে নির্বাচন সুষ্ঠু না হলে এবং এর পেছনে প্রশাসনের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিইসি।

গাজীপুর জেলা প্রশাসন ও ঢাকা নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহবুবু তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদ।

ঢাকার বিভাগীয় কমিশনার কে এম আলী আজম সভাপতিত্বে সভায় গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, গাজীপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুনুর রশীদ, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামানসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।