• মঙ্গলবার , ৬ মে ২০২৫

গাজীপুরে হামলায় আহত এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ-গাড়ি ভাংচুর


প্রকাশিত: ১০:৩৫ পিএম, ৪ মে ২৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৭ বার

হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাত পেয়েছেন এবং গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। রোববার (৪ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চান্দনা চৌরাস্তায় এ হামলা হয়।

 

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাত পেয়েছেন এবং গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। রোববার (৪ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চান্দনা চৌরাস্তায় এ হামলা হয়। হাসনাত আব্দুল্লাহ নিজেই সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান দৈনিক সত্যকথা প্রতিদিন কে জানান, হামলার কথা শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠানোর ব্যবস্থা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার ঘটনার পর হাসনাত আব্দুল্লাহ গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আইইউটির ভেতরে অবস্থান নেন। তিনি নিরাপদ আছেন। তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন।

এদিকে এনসিপির আরেক মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা হওয়ার কথা জানান।ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।’

একইভাবে ফেসবুকে প্রটেকশন চান এনসিপির আরেক নেতা হান্নান মাসউদও। তিনি হাসনাতকে প্রটেক্ট করতে আশপাশের নেকাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি ফেসবুকে লেখেন, ‘গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশেপাশে যারা আছেন, দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।’