• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

গাজীপুরে শফিকুল-রতনের অশ্লীল বানিজ্য ঠেকাতে ৩ সাংবাদিককে বেদম মারধর


প্রকাশিত: ৩:০৭ এএম, ২১ জুন ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৩৩১ বার

স্টাফ রিপোর্টার.গাজীপুর :   পবিত্র রমজান মাসে গাজীপুরে জুয়ার আসর ও অশ্লীল নাচ-গানের 5জমজমাট মজমা আসরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আজ সোমবার বিকেলে জুয়াড়ি ও সন্ত্রাসীদের হামলায় টেলিভিশন চ্যানেলের তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

4আহতদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতরা হলেন আরটিভির গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হক, মোহনা টিভির গাজীপুর জেলা প্রতিনিধি আতিকুল ইসলাম আমিন ও গাজী টিভির গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

2আহতরা জানান, সদর উপজেলার বাঘের বাজারের শিরিরচালা এলাকায় শফিকুল ইসলাম ও রতন মেম্বারের নেতৃত্বে কয়েকজন প্রভাবশালী জুয়াড়ি দীর্ঘদিন ধরে হাউজি ও যাত্রা মেলার নামে অবৈধভাবে জুয়া ও নগ্ন নৃত্যের আসর চালিয়ে আসছিলেন।

স্থানীয় লোকজন এর প্রতিবাদ জা1নালেও কোনো প্রতিকার হয়নি। আজ বিকেলে টিভি চ্যানেলের স্থানীয় সাংবাদিকরা প্রতিবেদন তৈরির জন্য সংবাদ সংগ্রহ করতে সেখানে যান। এ সময় তাঁরা ছবি তুলতে গেলে শফিকুল ইসলাম ও তাঁর লোকজন সাংবাদিকদের বাধা দিলে দুইপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।

3একপর্যায়ে শফিকুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ জন জুয়াড়ি ও সন্ত্রাসী রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে এবং সাংবাদিকদের বেধড়ক মারধর করে। এতে আরটিভির গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হক, মোহনা টিভির গাজীপুর জেলা প্রতিনিধি আতিকুল ইসলাম আমিন ও গাজী টিভির গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। হামলাকারীরা সাংবাদিকদের কাছ থেকে ক্যামেরা, মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নেয়।

1স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় পরে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, রাত সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।