• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

গাজীপুরে মুখোশধারীদের গুলিতে মুক্তিযোদ্ধা খুন


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ৪ এপ্রিল ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৭৬ বার

মোস্তফা কামাল প্রধান   :  গাজীপুরে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে পরেশ চন্দ্র ঘোষ (৬৫) নামে এক 1মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন নিহতের ভাইসহ আরো তিনজন।নিহত পরেশ চন্দ্র স্থানীয় যোগেশ চন্দ্র ঘোষের ছেলে। তিনি সালনা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

রোববার মধ্যরাতে গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা কাথোরা মৈশানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন- নিহতের ভাই নরেশ চন্দ্র ঘোষ (৫৮) ভাতিজা বিধান কৃষ্ণ ঘোষ (৩২) ও মৃনাল চন্দ্র ঘোষ (২৮)। আহতদের রাতেই গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতের চাচাতো ভাই আশোতোষ ঘোষ জানান, রাত দুইটার দিকে ৮-১০ জনের মুখোশ পরা একদল দুর্বৃত্ত নরেশ চন্দ্র ঘোষের বাড়িতে হানা দেয়।

তারা বাড়ির গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। নরেশ, বিধান ও মৃনালকে কুপিয়ে স্বর্ণালংকার ও মালামাল লুট করে। এ সময় পাশের পরেশ চন্দ্র ঘোষের ঘরেও দুর্বৃত্তরা হানা দেয়া। দরজা ভাঙার শব্দ পেয়ে পরেশের ছেলে গৌতম ঘোষ পলাশ দরজার কাছে এসে দৃর্বৃত্তদের চিনে ফেলেছে বলতেই দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে। এসময় পলাশের পাশে দাঁড়িয়ে থাকা তার বাবা মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র ঘোষ কপালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আশোতোষ আরো জানান, দুর্বৃত্তরা তার মাথায়ও পিস্তল ঠেকিয়ে রাখে এবং তার মায়ের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠায়।

জয়দেবপুর থানার এসআই পরিমল বিশ্বাস জানান, খুন ও ডাকাতি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা জানা যায়নি।