গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ-লাঠিচার্জে আহত ২০
স্টাফ রিপোর্টার. গাজীপুর : গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় পুলিশের লাঠিচার্জে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। আজ সকালে গাজীপুরের রওশন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিক সূত্রে জানা যায়, গত মে মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে রওশন সড়ক সংলগ্ন একটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা জয়দেবপুর-চৌরাস্তা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে তুলে দেয়ার চেষ্টা করে।
এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গে