• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

গাজীপুরে পরিত্যক্ত পানির পাম্পের গর্তে পড়ে এক শিশুর করুণ মুত্যু


প্রকাশিত: ৩:৪৪ পিএম, ১৪ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৯২ বার

গাজিপুর থেকে মোস্তফা কামাল প্রধান  :   গাজীপুরের সুকন্দিরবাগে পানির পাম্প স্থাপনের জন্য তৈরি 2526একটি পরিত্যক্ত গর্তে পড়ে রোমানুল রহমান নামে ৬ বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার অপর শিশু সানিকে অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশু হায়দরাবাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের নার্সারির ছাত্র। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, দুই বছর আগে স্কুলের পাশে পানির পাম্প স্থাপনের জন্য ৫ ফুট গভীর একটি কূপ তৈরি করা হয়।

সকালে ছুটি হওয়ার পর শিশুরা দৌড়ে চলে যাওয়ার সময় রোমানুল ও সানি গর্তের মধ্যে পড়ে যায়। চিৎকার শুনে আশপাশের মানুষ তাদের উদ্ধার করে। পরে তাদের টঙ্গি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রোমানুলকে মৃত ঘোষণা করেন। সানি হাসপাতালে ভর্তি রয়েছে।