• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

গাজীপুরে নব্য জেএমবি কমান্ডার তামিমের সহযোগী আকাশ নিহত


প্রকাশিত: ১:০৪ পিএম, ৮ অক্টোবর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৮৩ বার

গাজীপুর থেকে মোস্তফা কামাল প্রধান : গাজীপুরে নব্য জেএমবি কমান্ডার তামিমের সহযোগী আকাশ নিহত হয়েছে। tগাজীপুরের হারিনাল এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এ ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজন নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার বলে র‍্যাবের দাবি। অভিযান এখনো চলছে।

শনিবার সকাল থেকে হারিনালের পশ্চিমপাড়া ও পাতারটেকের দুটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত সন্দেহভাজন দুই জঙ্গি পশ্চিমপাড়ার একটি বাড়িতে ছিল।

34র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, হারিনালের পশ্চিমপাড়ায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে র‍্যাবের অভিযান চলাকালে দুই ‘জঙ্গি’ নিহত হয়েছে। ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের কোনো তথ্য নেই।

র‍্যাব-১-এর গাজীপুর অঞ্চলের কমান্ডার মহিউল ইসলাম বলেন, নিহত দুজনের মধ্যে একজনের নাম আকাশ। আনুমানিক বয়স ২০ বছর। তিনি নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার।

র‍্যাব-১-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া বলেন, হারিনাল এলাকায় পশ্চিমপাড়ার অভিযানের সময় গুলিতে দুজন নিহত হয়েছে। আজ সকাল থেকে হারিনাল এলাকার পশ্চিমপাড়া ও পাতারটেকের দুটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।