• সোমবার , ১৮ নভেম্বর ২০২৪

গাজীপুরের এসপি ও দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশে এলাকায় উল্লাশ


প্রকাশিত: ৮:১২ পিএম, ২১ এপ্রিল ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৭১ বার

বিশেষ প্রতিনিধি   :  গাজীপুরের এসপি ও দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেযায় বৃহস্পতিবার রাতে Gazipur+SP+Harun-www.jatirkhantha.com.bdউল্লাশ প্রকাশ করেছে এলাকার মানুষ। এলাকার শান্তিপ্রিয় মানুষ জাতিরকন্ঠে ফোন করে জানান, গাজিপুরের এই তিন কুতুবের নানা অন্যায় অবিচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল।

ভুক্তভোগীরা জানান,  গাজিপুরের এসপি হারুনের নির্দেশে এলাকায় জুয়া, যাত্রা অশ্লীল নাচসহ নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ডে এলাকার আইন শৃংখলার অবণতিসহ চুরি ডাকাতি মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। এনিয়ে মিডিয়া সরব ভূমিকা রাখলেও এসপি কোন পদক্ষেপ নেননি।পরে জেলা প্রশাসক এসব অবৈধ কর্মকান্ড বন্ধ করেন।

2সূত্র জানায়, তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্বে অবহেলার কারণে গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

পাশাপাশি গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ও কাপাসিয়া থানার ওসি রকিবুল হককেও প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ইসির উপসচিব শামসুল আলম স্বাক্ষরিত প্রত্যাহারের নির্দেশ সংক্রান্ত তিনটি চিঠি পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ওই সব কর্মকর্তার বদলে উপযুক্ত ব্যক্তি নিয়োগ দেওয়া হোক।গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।